প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গুলি: ‘এখন পরিস্থিতি উত্তপ্তই থাকবে, সেই মতো প্রস্তুতি নেওয়া উচিত’, মন্তব্য প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর
Continues below advertisement
আগে ভারত-চিন সীমান্তে একটি গুলিও চলত না। কিন্তু গালওয়ানে চিনা আগ্রাসনের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এখন এই পরিস্থিতিই থাকবে, তাই সেইভাবেই প্রস্তুতি নেওয়া উচিত, মত অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর।
Continues below advertisement
Tags :
Firing At LAC Ladakh Tension Shankar Roy Chowdhury Line Of Actual Control India China Conflict ABP Ananda LIVE Abp Ananda