উত্তরপ্রদেশের বলরামপুরে ধৃত আইএস জঙ্গি ইউসুফের ডেরায় হানা দিল্লি পুলিশ ও এটিএসের, উদ্ধার বিস্ফোরক, টাইমার
Continues below advertisement
দিল্লিতে গ্রেফতার আইএস জঙ্গি ইউসুফের ডেরায় হানা। উত্তরপ্রদেশের বলরামপুরে হানা দিল্লি পুলিশ ও এটিএসের। উদ্ধার ২টি বিস্ফোরক ভর্তি জ্যাকেট। উদ্ধার ১টি বিস্ফোরক ভর্তি বেল্ট, ৯ কেজি বিস্ফোরক। উদ্ধার টাইমার, ৪টি ব্যাটারি, আইএস-এর ফ্ল্যাগ। নিজের গ্রামে শ্যুটিং অনুশীলন করত আবু ইউসুফ। সেখান থেকে উদ্ধার বিস্ফোরক, টাইমার। দু’বছর ধরে বিস্ফোরক জমা করছিল ইউসুফ, দাবি স্ত্রীর। ইউসুফের কার্যকলাপ জানলেও চুপ ছিলাম, দাবি স্ত্রীর। কাউকে জানাতে বারণ করেছিল ইউসুফ, দাবি স্ত্রীর। বাধা দিলে যা ইচ্ছা তাই করবে, বলে ইউসুফ, দাবি স্ত্রীর। ধৃত আবু ইউসুফের বাড়ি উত্তরপ্রদেশের বলরামপুরে। সেখান থেকে আটক আইএস জঙ্গির দুই সঙ্গী। চক্রের জাল কতদূর বিস্তৃত, তদন্তে পুলিশ।
Continues below advertisement