ড্রাগ নিয়ে মন্তব্য-বিতর্কে রবি কিষনের পাশে জয়াপ্রদা, সমালোচনা করলেন জয়া বচ্চনেরও
বলিউডের ড্রাগ-যোগ বিতর্কে রবি কিষনের মন্তব্যকে সমর্থন করলেন জয়াপ্রদা। পাশাপাশি নিশানা করলেন জয়া বচ্চনকেও। এদিন জয়াপ্রদা বলেন, দেশের যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখা প্রয়োজন, তাই আমি রবি কিষনের বক্তব্যকে সমর্থন করি। আমি জয়াজির আবেগকে সম্মান করি, কিন্তু যেভাবে তিনি বিষয়টিকে রাজনৈতিক রঙ, দিচ্ছেন তা অনুচিত।