'মানবিক মূল্যবোধহীন কাজ, আমি জানি না হামলাকারীদের মানুষ বলা যায় কি না' জেএনইউ হামলার ঘটনায় ক্ষোভ উগরে দিলেন আক্রান্ত অধ্যাপিকা সুচরিতা সেন

‘তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয়েছে’ । পুলিশের কাছে এফআইআর দায়ের ঐশী ঘোষের। বসন্তকুঞ্জ উত্তর থানায় এফআইআর ছাত্র সংসদের সভানেত্রীর। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তলব উপাচার্যকে।  জেএনইউকাণ্ড সম্পর্কে অবহিত করলেন উপাচার্য। কংগ্রেসের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিদল। তথ্য অনুসন্ধানে গিয়েছে ওই দল। বিশ্ববিদ্যালয়ে এসেছেন ডিএমকে সাংসদ কানিমোঝি।জেএনইউকাণ্ডের পর ৩ দিন পেরোলেও গ্রেফতার হয়নি কেউ। তিনদিনে জিজ্ঞাসাবাদও করা হয়নি কাউকে। হিন্দু রক্ষা দল দায়স্বীকার করলেও কেন নয় গ্রেফতার? প্রশ্ন আন্দোলনকারী পড়ুয়াদের। এখনও চোখের ওপর সেদিনের ভয়ঙ্কর দৃশ্য ভাসছে। এখানে ছাত্রী ছিলাম। এখানেই অধ্যাপনা করি। প্রিয় ক্যাম্পাসের যে এরকম চেহারা হতে পারে, এরকম মানুষদের আনাগোনা সেখানে হতে পারে, কল্পনাই করতে পারি না। মন্তব্য জেএনইউ-এর অধ্যাপক সুচরিতা সেনের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola