জেএনইউ: স্কলারশিপ না পাওয়া বিপিএল পড়ুয়াদের বর্ধিত হস্টেল-ফি প্রত্যাহার, অখুশি আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনের আংশিক জয়। স্কলারশিপ পান না, এমন বিপিএল তালিকাভুক্ত পড়ুয়াদের জন্য দিল্লির জহওরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হস্টেলের বর্ধিত ফি আংশিক প্রত্যাহার করল কর্তৃপক্ষ। কিন্তু, পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন পড়ুয়ারা