আজ কালীপুজো, আলোর উৎসবে সেজে উঠেছে তিলোত্তমা, শক্তির আরাধনায় প্রস্তুতি কালীঘাট থেকে কামাখ্যা, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠে

Continues below advertisement
আজ কালীপুজো। আলোর উৎসবে সেজে উঠেছে তিলোত্তমা। শক্তির আরাধনায় প্রস্তুতি কালীঘাট থেকে কামাখ্যা, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠে।
লক্ষ লক্ষ মাটির প্রদীপে অযোধ্যায় চোখ ধাঁধানো দীপোৎসব। আলোয় সাজল কেদারনাথ থেকে অক্ষরধাম। আজ সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলী পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পঞ্চকালীর আরাধনা। অপূর্ব আলোকসজ্জা। দীপালোকে সেরা পুজোর সম্মান শেক্সপিয়র সরণির অল ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের। গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবও পেল আলোকানন্দ সম্মান।
থিম অপূর্ণা। এবিপি আনন্দর সেরা পুজোর আলোকানন্দ সম্মান কালীঘাট নতুন সংঘের। সেরা পুজোর সম্মান পেল পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতিও।
সীমান্তে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানের। মৃত্যু ৬ নাগরিক, ৪ সেনার। মৃতদের মধ্যে তেহট্টের জওয়ান। ভারতের পাল্টা গোলায় গুঁড়িয়ে গেল একাধিক পাক বাঙ্কার। নিহত অন্তত ১১ পাক সেনা।
ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে আরও ২ হাজার ৭০৭ কোটি। একুশের ভোটের আগে বাংলায় ফের বরাদ্দ মোদি সরকারের। অপর্যাপ্ত, দাবি তৃণমূলের। কেন্দ্র দিচ্ছে, রাজ্য কী করছে? প্রশ্ন বিজেপি-র।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram