'আমি শরদ পওয়ারের পার্টনারের থেকে ফ্ল্যাট কিনেছি, নির্মাণ বেআইনি হলে উত্তর দিতে হবে তাঁকে', ট্যুইট কঙ্গনার

অফিস ভাঙার পর এবার কঙ্গনার খারের ফ্ল্যাটেও বেআইনি নির্মাণের অভিযোগ এনেছে বিএমসি। এই প্রেক্ষিতে এবার এনসিপি প্রধান শরদ পওয়ারের নাম জড়িয়ে দিলেন কঙ্গনা রানাউত। ট্যুইটে তিনি লেখেন, এটা শুধু তাঁর ফ্ল্যাটের বিষয় নয়, এটা গোটা ভবনের বিষয়। যে ভবনের মালিক শরদ পওয়ার। তাঁর বক্তব্য, ফ্ল্যাটের নির্মাণ নিয়ে কোনও প্রশ্ন থাকলে, তার জবাব দিতে হবে শরদ পওয়ারকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola