'কর্ণাটকে ১৭ বিধায়কের পদ খারিজের স্পিকারের সিদ্ধান্ত সঠিক', জানাল সুপ্রিম কোর্ট, উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি
Continues below advertisement
কর্ণাটকে ১৭ বিধায়কের পদ খারিজের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ওই ১৭ জন। রায়-দানের সময় বিচারপতি এন ভি রমান্না বলেন, স্পিকারদের মধ্যে মানুষের রায়ের বিরুদ্ধে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সেই কারণে স্থায়ী সরকার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। কর্ণাটকে কংগ্রেস ও জে ডি (এস)-এর ১৭ বিধায়কের পদ খারিজ করেন স্পিকার কে আর রমেশ কুমার। এর পরই জুলাই মাসে আস্থা ভোটে ১৪ মাসের কংগ্রেস-জে ডি (এস) জোট সরকারের পতন হয়। বি এস ইয়েদুরাপ্পার নেতৃত্বে নতুন সরকার গঠন করে বিজেপি। স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় ১৭ বিধায়ক। ডিসেম্বরের ৫ তারিখ ওই ১৭টির মধ্যে ১৫টি আসনে উপ নির্বাচন। চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত মনোনয়ন জমা করতে পারবেন প্রার্থীরা
Continues below advertisement