দেশজুড়ে রং-আবির-পিচকারির মাঝে হোলির অন্য ছবি পুদুচেরিতে। উপ রাজ্যপাল তথা বিজেপি নেত্রী কিরণ বেদীও সামিল হয়েছেন হোলির উৎসবে। তবে রং নয়, ফুলের হোলিতে মেতেছেন প্রাক্তন এই আইপিএস অফিসার।