মাদক- তদন্তে নেমে মাদক বিক্রেতা করণজিৎ ওরফে 'কেজে'-কে গ্রেফতার করল এনসিবি। রিয়ার বয়ানের ভিত্তিতেই গ্রেফতার, খবর সূত্র মারফত। সৌভিক-স্যামুয়েলকে মাদক সরবরাহের অভিযোগ ধৃতের বিরুদ্ধে।