দিল্লি-সহ দেশের একাধিক শহরে চালু মেট্রো পরিষেবা, ১৪ সেপ্টেম্বর থেকে পরিষেবা শুরু কলকাতাতেও
প্রায় পাঁচ মাস পর দিল্লি-সহ দেশের একাধিক শহরে চালু হয়ে গেল মেট্রো পরিষেবা। নিউ নর্মালে কোভিড বিধি মানতে গিয়ে আনা হয়েছে একাধিক বদল। সূত্রের খবর, ১৪ সেপ্টেম্বর থেকে মেট্রো চালু হচ্ছে কলকাতাতেও।
Tags :
Metro In Kolkata Metro Service Resumed Kolkata Metro Service Corona Crisis ABP Ananda LIVE Corona Abp Ananda