'প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার টহলদারি বিশ্বের কোনও শক্তি আটকাতে পারবে না', লোকসভায় মন্তব্য রাজনাথ সিংহের
'লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার টহলদারি বিশ্বের কোনও শক্তি আটকাতে পারবে না'। আজ রাজ্যসভায় জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। চিনের বাধায় কি ভারতীয় সেনা টহল দিতে পারছে না, প্রশ্ন তোলেন বিরোধীরা। এই প্রশ্নের উত্তরেই ওই মন্তব্য করেন রাজনাথ।
Tags :
Rajnath Answers Opposition Eastern Ladakh ABP Ananda LIVE India China Clash Rajnath Singh Abp Ananda