বিতর্কিত এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে চিনকে, লাদাখ নিয়ে পরামর্শ খারিজ করে জানিয়ে দিল ভারত
Continues below advertisement
লাদাখ নিয়ে চিনের পরামর্শ খারিজ ভারতের। সূত্রের খবর, ‘বিতর্কিত এলাকায় সমদূরত্বে সেনা অবস্থানের পরামর্শ। সমদূরত্বে অবস্থান করুক দু’দেশের সেনা।’ কূটনৈতিক পর্যায়ের বৈঠকে ভারতকে পরামর্শ চিনের। অবস্থান স্পষ্ট করে পাল্টা ভারত জানিয়ে দিয়েছে, ‘চিনের প্রস্তাব মানা সম্ভব নয়। বিতর্কিত এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে চিনকে।’
Continues below advertisement