কোন ভ্যাকসিন কীভাবে কাজ করে? কোন করোনার ভ্যাকসিন নেবেন? কী বলছেন চিকিৎসকরা
Continues below advertisement
অপেক্ষার আর মাত্র এক সপ্তাহ। আগামী শনিবার থেকে দেশে শুরু হবে করোনার টিকাকরণ (Corona Vaccine)। ইতিমধ্যেই কোভিশিল্ড ও কোভ্যাকসিন জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। কোন ভ্যাকসিন কীভাবে কাজ করে? কোন করোনার ভ্যাকসিন নেবেন? একাধিক সংস্থার ভ্য়াকসিন নেওয়া কি ঠিক হবে? এই প্রশ্নগুলি জাগছে অনেকের মধ্যে। কী বলছেন চিকিৎসকরা? কোভিশিল্ড হল অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন। অন্যদিকে কোভ্যাকসিন হল ইনঅ্যাক্টিভেটেট SARs-CoV-2। দেশীয় প্রযুক্তিতে করোনার আরও একটি ভ্যাকসিন জাইকোভ ডি-এর ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগে ছাড়পত্র মিলেছে।
Continues below advertisement
Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Corona Abp Ananda Covid-19 Corona Vaccine