উদ্দেশ্য, অন্তর্ভূক্তি, বিনিয়োগ, পরিকাঠামো এবং নতুনত্বেই আত্মনির্ভর হবে ভারত: মোদি
Continues below advertisement
ব্যবসায়ীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: লকডাউন দেশে করোনা রুখতে কার্যকরী ভূমিকা নিয়েছে। করোনা-রুখতে সরকার একের পর এক প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ৭৪ কোটি মানুষ সুবিধা পেয়েছেন। আমাদের সরকার হঠাৎ করে সংস্কার করেনি। আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা করেই সংস্কার করেছি। স্বাধীনতার পর থেকে কৃষকদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। এখন কৃষক তাঁর অধিকার ফিরে পেয়েছে। দেশের যে কোনও প্রান্তে এখন কৃষক ফসল বেচতে পারেন। শ্রমিকদের আয় বাড়ানোর জন্য শ্রম আইনের সংস্কার হচ্ছে। কয়লা ক্ষেত্রকেও বন্ধনমুক্ত করার কাজ শুরু হয়েছে। কয়লা ক্ষেত্রকেও বেসরকারিকরণ করা হচ্ছে। এই সিদ্ধান্ত সুদূরপ্রসারী ফল দিতে চলেছে।
Continues below advertisement
Tags :
করোনা পাশবালিশ Lockdown 5.0 Pm Modi Live Abp Ananda Coronavirus Update Unlock One Narendra Modi