'প্রধানমন্ত্রীর শব্দ প্রয়োগ সম্পর্কে সতর্ক থাকা উচিত', লাদাখকাণ্ডে প্রেস বিবৃতি প্রকাশ করে মোদিকে নিশানা মনমোহনের
লাদাখকাণ্ডে প্রেস বিবৃতি প্রকাশ করে মোদিকে নিশানা মনমোহনের। বিবৃতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর শব্দ প্রয়োগ সম্পর্কে সতর্ক থাকা উচিত। ওনার ব্যবহৃত শব্দের উপর দেশের সুরক্ষা, সেনাবাহিনীর ভালো-মন্দ নির্ভর করে। দেশের অখণ্ডতা নিয়ে কোনও আপোস নয়। শত্রুপক্ষ শক্তিশালী হয়, এমন কিছু করা প্রধানমন্ত্রীর উচিত নয়। একই সঙ্গে সরকারের সমস্ত মন্ত্রক যাতে সমন্বয় রেখে কাজ করতে পারে সেই বিষয়টিও সুনিশ্চিত করা দরকার। এখন গোটা দেশের ঐক্যবদ্ধ থাকার সময়। বিভ্রান্তিমূলক প্রচার কখনই কূটনীতির অঙ্গ অথবা শক্তিশালী নেতৃত্বের বিকল্প নয়।
Tags :
Press Release ABP News Live Bengali India-China Face-off India China Conflict ABP Ananda LIVE Manmohan Singh Abp Ananda Narendra Modi