অযোধ্যা বিতর্কে ইতি টানার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানালেন বিএসপি সুপ্রিমো মায়াবতী
Continues below advertisement
অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর আগে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানালেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। ট্যুইটে তিনি লিখেছেন, "একথা সবারই জানা যে বিভিন্ন ধর্মের মিলনস্থল পবিত্র অযোধ্যা নগরী। দুঃখের বিষয় এটাই, যে এখানে রামমন্দির এবং বাবরি মসজিদের জমি বিবাদ চলেছে বহু বছর ধরে। অবশেষে সেই বিতর্কের ইতি টেনেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই নিয়ে রাজনীতি করা দলগুলির গতিবিধিও কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় সবার স্বীকার করা উচিত, এটাই বহুজন সমাজ পার্টির পরামর্শ।"
Continues below advertisement
Tags :
Bahujan Samajwadi Party Ayodhya Ram Mandir Guest List Ram Mandir Bhumi Pujan Live Ram Mandir Bhumi Pujan In Ayodhya ABP News Live Bengali ABP Ananda LIVE Tweet Ayodhya Abp Ananda Mayawati Ram Mandir Bhumi Pujan Ram Mandir Babri Masjid Narendra Modi