শ্রমিকরা যেন হেঁটে না ফেরে, রেলের সঙ্গে রাজ্যেকে কথা বলার পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রকের
‘পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলুক রাজ্য’, রাজ্যের মুখ্যসচিবদের চিঠি লিখে এই পরামর্শই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। পাশাপাশি যেন কোনও পরিযায়ী শ্রমিক সড়কপথে বা রেললাইন দিয়ে হেঁটে না ফেরেন সেদিকেও নজর রাখতে হবে রাজ্যগুলিকে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের অবাধ চলাফেরা ইত্যাদি বিভিন্ন বিষয় উল্লেখ করে জোড়া চিঠি লেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
Tags :
Migrant Workers Corona State Government MHA Chief Secretary Letter Abp Ananda India Lockdown Central Government Covid-19