সংসদে মা-কে নিয়ে মিমি চক্রবর্তী, কেমন লাগল তাঁর, শুনব
Continues below advertisement
সংসদে মা-কে নিয়ে যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। গোটা সংসদ চত্বর ঘুরে দেখালেন মা-কে। এই প্রথমবার সংসদের ভিতরে ঢুকতে পারলেন সাংসদের মা। স্বভাবতই আপ্লুত মিমির মা। বললেন, বাইরে থেকে দেখেছি সংসদভবন। দেখেছি ছবিতেও। এই প্রথম মেয়ের জন্য ঢুকতে পারলাম সংসদের ভিতরে।
Continues below advertisement