উত্তরপ্রদেশে পুলিশ স্টিকার লাগানো গাড়িতে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার সিআরপিএফের কর্মী-সহ ৪
তেলঙ্গানাকাণ্ডের রেশ কাটার আগেই উত্তরপ্রদেশের মির্জাপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ স্টিকার লাগানো গাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ। গ্রেফতার জেল আধিকারিকের ছেলে, সিআরপিএফের কর্মী-সহ চারজন। নির্যাতিতার পরিবারের অভিযোগ, ওই জেল আধিকারিকের ছেলেই নাবালিকাকে ডেকে নিয়ে যায়। তার সঙ্গে যোগ দেয় আরও তিনজন। এদিকে মধ্যপ্রদেশর ইনদউরে শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে। মুম্বইয়ের কুরলায় এক বালিকাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
Tags :
Rape