কৃষকদের কাঁধে বন্দুক রেখে তাঁদের ব্যবহার করতে চেষ্টা করছে বিরোধীরা, অভিযোগ নরেন্দ্র মোদির
Continues below advertisement
দেশজুড়ে কৃষি বিল নিয়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। যদিও কৃষি বিল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে শুক্রবার জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম না করে এদিন বিরোধীদের আক্রমণ করেন মোদি। তিনি জানান, বিল নিয়ে কৃষকদের আরও বেশি করে বোঝাতে হবে। কৃষকদের উন্নয়নে এই নতুন বিল আনা হয়েছে। তাঁর কথায়, এতদিন আইনের ফাঁসে আটকে রাখা হয়েছিল কৃষকদের ভবিষ্যত্। নতুন সরল আইন এনে শ্রমিকদের ভবিষ্যত্ সুরক্ষিত করা হয়েছে। ঠিকা শ্রমিকরাও পাবেন নির্দিষ্ট বেতনের মতো মজুরি। অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশন-বিমা। নতুন কৃষি-শ্রমিক বিলে দুর্নীতি দূর হবে। সবাইকে আত্মনির্ভর করাই সরকারের লক্ষ্য। সবাই শক্তিশালী হলে তবেই দেশ এগোবে। কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার সেই চেষ্টাই করছে। বিজেপির কাছে রাষ্ট্র সবার আগে। কৃষকদের আয় বেড়েছে বিজেপির আমলেই। দেশের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যেতে হবে বিজেপিকে। করোনা-কালে দূরত্ব বিধি নিয়ে সচেতনতা প্রচার করে যেতে হবে। জাতীয় শিক্ষানীতির প্রচারে কাজে লাগাতে হবে শিক্ষাবিদদের।
Continues below advertisement