গ্রামে নেই ইন্টারনেট, লাউডস্পিকারে গান গেয়ে বিজ্ঞান পড়াচ্ছেন মধ্যপ্রদেশের শিক্ষিকা, ভিডিও ভাইরাল
Continues below advertisement
মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম। আদিবাসী গ্রামে নেই ইন্টারনেট, কম্পিউটার। তাই লাউড স্পিকারে গান গেয়ে পড়ুয়াদের বিজ্ঞান পড়াচ্ছেন সরকারি স্কুলের শিক্ষিকা। নাম সারিকা ঘারু। করোনা আবহে অনলাইন ক্লাসে অভ্যস্ত স্কুল পড়ুয়ারা। কিন্তু আদিবাসী অধ্যুষিত হোসঙ্গাবাদ জেলার একাধিক গ্রামে ইন্টারনেট সংযোগ নেই। এখানকার পড়ুয়াদের কথা মাথায় রেখে সরকারি স্কুলের শিক্ষিকা সারিকা ঘারুর অভিনব শিক্ষাদানের ভাবনা। লাউড স্পিকারে গান গেয়ে, বিভিন্ন পোস্টারের মাধ্যমে বিজ্ঞানের মতো বিষয়কে সহজ করে তোলার প্রয়াস। সারিকা এই উদ্যোগের নাম দিয়েছেন তোলা টিচিং। পড়ুয়াদের জন্য টুল,মাদুর, পোস্টার, মাইক সবই নিজের খরচে জোগাড় করেছেন ওই শিক্ষিকা।
Continues below advertisement