চটজলদি নজরে ৯টা: বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে প্রধানমন্ত্রীর মুখে রবীন্দ্র-পংক্তি, শীতের আবহে বড়দিন-নববর্ষ উদযাপন

Continues below advertisement
একুশে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। রোড শো-তে প্রমাণিত বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত সঠিক। কাঁথির সভা থেকে বললেন শুভেন্দু। তৃণমূলের সভার পাল্টা কাঁথিতে ৫-কিমি রোড শো। এবার ২০০ পার। তোলাবাজ 'ভাইপো'তে শুধু আপত্তি। বললেন শুভেন্দু। কাঁথি থেকে শুভেন্দুর পায়ের তোলার জমি সরে গিয়েছে, পাল্টা সৌগত। সিঙ্গুরে হবে অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক। জোর করে জমি অধিগ্রহণ নয়। ঘোষণা মুখ্যমন্ত্রীর। তাজপুর বন্দরে বিনিয়োগ নিয়ে শিল্পপতিদের আহ্বান। পুরোটাই ভাঁওতাবাজি। আক্রমণ লকেটের। বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে প্রধানমন্ত্রীর মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক পংক্তি।  গুজরাতের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের বারংবার উল্লেখ প্রধানমন্ত্রীর। চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠে পালিত হল যিশুপুজো। বাইবেল পাঠ, কেক-প্যাস্ট্রির আয়োজনে উৎসব উদযাপন। করোনা আবহে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। করোনা আবহে এবার মধ্যরাতের প্রার্থনা হচ্ছে না ব্যান্ডেল চার্চের। বিশেষ অনুমতি নিয়ে রাত ৯টার প্রার্থনায় যোগ দিতে পারবেন ৫০-৬০ জন। পারদ একটু চড়লেও, শীতের আমেজে বড়দিন-বর্ষ বরণের আমেজ পেতে চলেছে রাজ্যবাসী। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন ১৫ ডিগ্রির নীচে থাকবে পারদ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram