নজরে ৯টা চটজলদি: করোনা আবহে পুরীর মন্দিরে শিশু-প্রবীণদের প্রবেশ নিষিদ্ধ, তিনদিন বন্ধ কাশীপুর উদ্যানবাটি

সারদা মামলায় রাজীব কুমারকে হেফাজতে চায় সিবিআই। ২০১১-র ভোটে ২০৫ জন প্রার্থী পেয়েছিলেন ২৫ লক্ষ টাকা। টাকা ছিল সুদীপ্ত সেন ও কেডি সিংহর। দায়িত্বে ছিলেন মুকুল রায়, রজত মজুমদার। দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। একদিনে আক্রান্ত ২২,২৭২, একদিনে সুস্থ ২২,২৭৪। দেশে মৃত্যুর হার ১.৪৫%। সুস্থতার হার বেড়ে ৯৫.৭৮%। করোনা আবহে বেশ কয়েকমাস বন্ধ থাকার পর অবশেষে খুলল পুরীর মন্দির। ৩ জানুয়ারি থেকে মন্দিরে ঢুকতে পারবেন ভিন রাজ্যের দর্শনার্থীরা। তবে মন্দিরে ঢুকতে পারবেন না বছর ১০-এর নীচে কোনও শিশু এবং বছর ৫০-এর ঊর্ধ্বে কেউ। করোনা সংক্রমণের কারণে অ্যায় কমল শবরীমালার। করোনা আবহে কাশীপুর উদ্যানবাটিতে প্রবেশ নিষিদ্ধ। ১-৩ জানুয়ারি পর্যন্ত থাকবে প্রবেশে নিষেধ। জানিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন।পয়লা জুন থেকে শুরু মাধ্যমিক। শেষ ১০ জুন। এদিন সূচি প্রকাশ করে জানালো মধ্যশিক্ষা পর্ষদ। শুরু সকাল ১১.৪৫ মিনিটে শেষ বিকেল ৩টে। রোজ একটি বিষয়ে পরীক্ষা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola