নজরে ৯টা চটজলদি: দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ, ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী টিকাকরণ

Continues below advertisement
শিরাকোল কাণ্ডের পর বর্ধমানে রোড শো করে শক্তি প্রদর্শন জেপি নাড্ডার। কাটোয়া থেকে ফিরে বর্ধমান ঘড়ি ঘর থেকে কার্জন গেট পর্যন্ত র‍্যালি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। পরিবর্তন চাইছে বাংলার মানুষ। বঙ্গ সফরে এসে হুঙ্কার নাড্ডার। কাটোয়ার সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ নাড্ডার। পাল্টা কটাক্ষ সৌগতর। ১৬ জানুয়ারি থেকে শুরু করোনার টিকাকরণ। শুরুতেই ৩ কোটি স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধাদের টিকা। পরের দফায় ২৭ কোটি ডোজ। বাংলার করোনা টিকা কোভিশিল্ড আসার আগে কলকাতার দুই টিকা স্টোরে চূড়ান্ত প্রস্তুতি। দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ। কমেছে সৈনিক সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ২২৮ জন। মৃত্যুর হার ১.৪৫%। করোনার পাশাপাশি বাড়ছে বার্ড ফ্লুর আতঙ্ক। বার্ড ফ্লুর প্রকোপ রুখতে দিল্লিতে মুরগি আমদানি বন্ধ করল কেজরিওয়াল সরকার।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram