সুশান্তমামলা : মাদককাণ্ডে সারা-রাকুলপ্রীতকে তলবের সম্ভাবনা এনসিবির
সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে এবার সালা আলি খান ও রাকুল প্রীত সিংহকে সমন পাঠাতে চলেছে এনসিবি। তেমনই খবর সূত্রের। জানা যাচ্ছে, কয়েকদিনের মধ্যে অভিনেত্রী সারা আলি খান, রাকুল প্রীত সিংহকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা এনসিবির। সারা আলি খান এই মুহূর্তে রয়েছে গোয়াতে এবং রাকুল প্রীত রয়েছেন অন্ধ্রপ্রদেশে।
Tags :
Rakul Preet Sushant Singh Rajput Death Case Sara Ali Khan Abp Ananda Sushant Singh Rajput NCB