New Farmers Bill 2020: 'কৃষক ফসল বোনার আগেই ঠিক হয়ে যাবে ফসলের দাম', সমালোচনায় সৌগত
Continues below advertisement
"কৃষকদের নিয়ে নরেন্দ্র মোদির দাবি সর্বৈব মিথ্যা। 'রাজ্য কেন্দ্রকে জানিয়েছে, টাকা রাজ্যের মাধ্যমে দিক কেন্দ্র। রাজ্য টাকা দেবে আর কেন্দ্র সুবিধা নেবে?', কেন্দ্রের প্রকল্প নিয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugato Roy)। মোদি সরকারের নতুন আইনের মূল লক্ষ্য তো পুঁজিপতিদের আরও সুযোগ করে দেওয়া। চুক্তি চাষ চালু করছে মোদি সরকার। মানে কৃষক ফসল বোনার আগেই ঠিক হয়ে যাবে ফসলের দাম। তাই মোদির কথায় চিঁড়ে ভিজবে না কৃষকদের। মোদি বিজেপির নাম কেনার জন্য এসব কথা বলছেন", আক্রমণ সৌগত রায়ের।
Continues below advertisement
Tags :
New Farmers Bill 2020 Saugata Roy Agriculture Law Narendra Modi WB Polls 2021 With ABP Ananda Farmers Protest Farm Law WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee