নির্ভয়াকাণ্ডে অক্ষয়ের ফাঁসির সাজা বহাল, সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

Continues below advertisement
নির্ভয়াকাণ্ডে অন্যতম দোষী অক্ষয় সিংহের ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। সাজা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করে অক্ষয়। আজ সেই আবেদন খারিজ করল সর্বোচ্চ আদালত। অক্ষয়ের আইনজীবী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানানোর জন্য ৩ সপ্তাহ সময় চান। এই আবেদনের বিরোধিতা করেন সলিসিটর জেনারেল। তিনি বলেন, প্রাণভিক্ষার আর্জি জানানোর জন্য ৭ দিন সময় পাওয়া যায়। এ নিয়ে অবশ্য আদালত কোনও নির্দেশ দেয়নি।
২০১২ সালের ১৬ ডিসেম্বরের রাতে দিল্লির রাস্তায় নির্যাতনের শিকার হন নির্ভয়া। অত্যাচারের পর তাঁকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেয় অপরাধীরা। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও নির্ভয়াকে বাঁচানো যায়নি।  এই মামলায় আগেই অক্ষয়-সহ ৪ দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সাজা দ্রুত কার্যকর করার জন্য আদালতে আবেদন জানিয়েছে নির্ভয়ার পরিবার। সেই মামলার শুনানি হবে ৭ জানুয়ারি
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram