অস্ত্র কারখানায় বিদেশি বিনিয়োগ ৪৯% থেকে বেড়ে ৭৪%, কী বললেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার
Continues below advertisement
আমরা মারাত্মক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই সময়ই কেন এমন সংস্কারের ঘোষণা করা হল? সরকার ত্রাণ দিতে ব্যর্থ, আর সেই কারণেই কি নজর ঘোরানোর জন্য এই পদক্ষেপ? প্রশ্ন অর্থনীতিবিদ অভিরূপ সরকারের। তিনি আরও বলেন, ‘এইসব সংস্কারের ফলে কিন্তু বিদেশী নির্ভরতা কমছে না। এই ‘মেক ইন ইন্ডিয়া’ সবটাই ওপর ওপর।
Continues below advertisement
Tags :
Union Finance Minister Economic Package Atmanirbhar Bharat Abhirup Sarkar Coronavirus In India Prime Minister Abp Ananda Narendra Modi Nirmala Sitharaman