মধ্যপ্রদেশে আস্থাভোট নিয়ে অনিশ্চয়তা, গুজরাতেও কংগ্রেসে ভাঙন, ৪ বিধায়কের ইস্তফা
সোমবার মধ্যপ্রদেশে আস্থাভোট নিয়ে অনিশ্চয়তা। আস্থাভোট নিয়ে সিদ্ধান্ত নেব কাল। যাঁরা ইস্তফা দিয়েছেন, সরাসরি কেন দেখা করছেন না? তাঁদের জন্য অপেক্ষা করছি, রহস্য জিইয়ে রেখে মন্তব্য বিধানসভার অধ্যক্ষের। ইস্তফা গ্রহণ করার আর্জি জানিয়ে বিদ্রোহী বিধায়কদের চিঠি। বিধানসভার অধ্যক্ষকে চিঠি ১৬ বিদ্রোহী বিধায়কের। আগেই ৬ বিধায়ক তথা মন্ত্রীর ইস্তফা গ্রহণ করেছেন স্পিকার। আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির।
Tags :
Madhya Pradesh Govenmnet Kamalnath Jyotiraditya Scindia Gujrat Digvijaya Singh Abp Ananda BJP Congress