Sushant Singh Death Update: বিষক্রিয়ায় মৃত্যু হয়নি সুশান্তের, বলছে এইমসের ফরেন্সিক রিপোর্ট

Continues below advertisement

আত্মহত্যা? না সুশান্তকে খুন? মৃত্যুর প্রায় সাড়ে তিন মাস পরেও মেলেনি উত্তর! এই পরিস্থিতিতে সুশান্ত মামলায় নতুন মোড়। এবার তাঁর দুই দিদিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুশান্তের ভগ্নীপতিকেও! এরই মধ্যে সিবিআইয়ের কাজে প্রাথমিক ফরেন্সিক রিপোর্ট দিয়েছে এইমস। রিপোর্টে বলা হয়েছে, সুশান্তের শরীরে মেলেনি বিষক্রিয়ার চিহ্ন। পর্যালোচনা করা হবে কুপার হাসপাতালের রিপোর্টও।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে ১০৬ দিন।

সিবিআইয়ের তদন্তে নামার পরও ৪০ দিন কেটে গেছে

সিবিআই-এর ২১দিন জিজ্ঞাসাবাদ করাও হয়ে গেছে
----------
কিন্তু, সুশান্তকে কি খুন করা হয়েছিল?

সুশান্ত কি আত্মহত্যা করেছিলেন?

রিয়া চক্রবর্তী কি সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনায় যুগিয়েছিলেন?

রিয়া কি আদৌ সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাছ থেকে ১৫ কোটি টাকা সরিয়েছিলেন?


এই প্রশ্নগুলির একটিরও উত্তর এখনও পর্যন্ত সিবিআই কিংবা ইডির থেকে পাওয়া যায়নি।
উল্টে মূল প্রশ্নের পরিবর্তে তদন্তের গতিমুখ এখন ঘুরে গেছে ড্রাগ তদন্তের দিকে! রিয়া চক্রবর্তীকে ড্রাগ যোগের অভিযোগে জেলবন্দী করে রেখেছে এনসিবি! ড্রাগ তদন্তে হেভিওয়েট বলিউডি তারকাদের ডাকা হচ্ছে, জেরা হচ্ছে, মোবাইল ফোন বাজেয়াপ্ত হচ্ছে! আর এসবের মধ্যে কোথাও যেন সুশান্তের মূল মৃত্যু তদন্ত চাপা পড়ে গেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram