নজরে ৯ টা: রেললাইনে প্রাণ গেল পরিযায়ী শ্রমিকদের, তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর

হেঁটে বাড়ি ফেরার পথে রেললাইনে ঘুম। মালগাড়িতে পিষ্ট হয়ে ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। আহত ৫। শুক্রবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে শ্রীরঙ্গাবাদে। ভুজাবলের জালনার একটি কারখানায় কাজ করতেন ওই শ্রমিকরা। লকডাউনের জেরে কাজ না থাকায় রেল লাইন ধরে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের বাড়িতে ফিরছিলেন তাঁরা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বদনাপুর ও কারমাদ স্টেশনের মাঝে রেললাইনের ওপরেই ঘুমিয়ে পড়েন ১৫-২০ জন শ্রমিক। ভোর সোয়া ৫টা নাগাদ খালি মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে ১৬ জনের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে ভর্তি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola