Coronavirus pandemic কোনও শেষ নয়, রাস্তায় একটা বাধা মাত্র: Narendra Modi
Bangalore-এ প্রযুক্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন Prime Minister Narendra Modi। যেখানে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেই প্রতিভা বাইরে আসে। কঠিন পরিস্থিতির মধ্যে না পড়লে হয়তো অনেকে উপলব্ধি করতেই পারেন না তাদের প্রতিভা কতটা।
Tech Summit-এ প্রধানমন্ত্রী বলেন, coronavirus pandemic কোনও কিছুর শেষ নয়, রাস্তায় একটা বাধা মাত্র।
গোটা বিশ্বজুড়ে Travel Restriction-র জন্য মানুষ তাদের বাড়িতে থেকে কাজ করতে বাধ্য হয়েছেন। যেখানে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা নিজেদের আরও সূচারুভাবে মেলে ধরেছেন বলেই মনে করেন তিনি।
এই পরিস্থিতির জন্যই গোটা বিশ্বজুড়ে মানুষ তথ্যপ্রযুক্তির সঙ্গে এতটা একত্ম হতে বাধ্য হয়েছেন, যা গত কয়েক দশকে হয়তো হয়নি।
বর্তমানে তথ্য ও প্রযুক্তির এক নতুন যুগের মধ্যে দিয়ে চলেছি আমরা। যা আগামী দিনেও আরও বাড়বে। Industry Era আগে ছিল, এখন আমরা Information Era -র মধ্যে দিয়ে গোটা বিশ্ব চলছে বলেই মনে করেন প্রধানমন্ত্রী।