পরপর সাত দিন বাড়ল জ্বালানির দাম, সমালোচনায় কপিল সিব্বল, তাপস রায়, কর কমাক রাজ্য, পাল্টা দিলীপ ঘোষ
Continues below advertisement
আরও মহার্ঘ পেট্রোল-ডিজেল। এই নিয়ে পরপর সাত দিন বাড়ল জ্বালানির দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৫৭ পয়সা বেড়ে হয়েছে ৭৭ টাকা ৫ পয়সা।বেড়েছে ডিজেলের দামও। কলকাতায় ডিজেলের দাম লিটারপ্রতি ৫৩ পয়সা বেড়ে হয়েছে ৬৯ টাকা ২৩ পয়সা। সাত দিনে এই নিয়ে পেট্রোলের লিটারপ্রতি দাম বাড়ল ৩ টাকা ৭৫ পয়সা। ডিজেলের দাম সাত দিনে বাড়ল ৩ টাকা ৬১ পয়সা। অন্যদিকে, পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় মূল্যবৃদ্ধির আশঙ্কা।
Continues below advertisement
Tags :
Goutam Gupta Tapas Roy Economist Diesel Petrol Kapil Sibal Abp Ananda Congress BJP TMC Dilip Ghosh