পিএম কেয়ার্স ফান্ডেরও অডিট হোক, দাবি প্রিয়ঙ্কা গাঁধীর
Continues below advertisement
এবার করোনা মোকাবিলায় গঠিত কেন্দ্রের পিএম কেয়ার্স ফান্ড নিয়ে কেন্দ্রকে আক্রমণ প্রিয়ঙ্কার। ট্যুইটারে তিনি লিখেছেন, ''রেশন, পানীয় জল, নগদে টানের জেরে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা । পিএম কেয়ার্স টাকা নেওয়া হচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতে পিএম কেয়ার্সেও সরকারি অডিট করানো উচিত নয় কি?৬৮ হাজার কোটি টাকা ব্যাঙ্ক লুঠ করে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের কাছে হিসেবে চাওয়া হোক।"
Continues below advertisement
Tags :
Ration Priyanka Gandhi Bank Abp Ananda Twitter Central Government Covid-19 Coronavirus BJP Congress