PM Modi at Chauri Chaura Centenary Celebrations: 'সাধারণের উপর চাপ নয়, বাজেটে উন্নতি হবে দেশেরই', দাবি মোদির

Continues below advertisement
চৌরিচৌরার শতবর্ষ অনুষ্ঠান পালন (Chauri Chaura Centenary Celebrations) আজ। বিশেষ ডাকটিকিট প্রকাশ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তিনি বলেন, "আজ ভারত করোনার ভ্যাকসিন (Corona Vaccine) তৈরি করছে। উন্নত দেশগুলির থেকে দ্রুতগতিতে হচ্ছে টিকাকরণ।" এছাড়াও বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেটে (Budget) সাধারণ মানুষের ওপর কোনও কিছু চাপিয়ে দেওয়া হয়নি। এতে দেশের আরও উন্নতি হবে।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram