‘চিনা প্রেসিডেন্ট তো কিছুই বলেননি, মোদির লাদাখ সফরে জওয়ানদের মনোবল দশ গুণ বাড়ল’
Continues below advertisement
দেশের সব জওয়ানদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁদের মনোবল প্রায় ১০ গুণ বেড়ে গেছে। চিনের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তো কোনও কথাই বলেননি। এরপর যদি যুদ্ধের দিকে যায় সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আজকের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস।
Continues below advertisement
Tags :
Group Captain RK Das India-China Confliict Narendra Modi In Ladakh ABP News Live Bengali Ladakh Border ABP Ananda LIVE Abp Ananda