গালওয়ানে ভারতীয় সেনার মৃত্যুর পর এই প্রথম লাদাখে প্রধানমন্ত্রী, সীমান্ত পরিস্থিতির ওপর নজর
Continues below advertisement
ভারত-চিন সংঘাতের আবহের মধ্যেই লাদাখে গেলেন প্রধানমন্ত্রী। সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নরবণে। লেহ বিমানবন্দর থেকে ভারতীয় সেনার ফরোয়ার্ড পোস্ট নিমুতে গিয়েছেন মোদি। সেখানে সেনা, আইটিবিপি এবং বায়ুসেনার আধিকারিক ও জওয়ানদের সঙ্গে কথা বলছেন তিনি।
গালওয়ানে গত ১৫ জুন সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর এই প্রথম প্রদানমন্ত্রী লাদাখে গেলেন। লেহ-তে সেনা হাসপাতালে সংঘর্ষে আহত সেনা কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।Continues below advertisement