ভারতে কোন পর্যায়ে করোনা ভ্যাকসিন তৈরির কাজ, তা খতিয়ে দেখতে আজ দেশের তিনটি শহরে প্রধানমন্ত্রী
Continues below advertisement
ভারতে কোন পর্যায়ে করোনা ভ্যাকসিন তৈরির কাজ, তা খতিয়ে দেখতে আজ দেশের তিনটি শহরে যাবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথমে গুজরাতের আমদাবাদে জাইডাস ক্যাডিলা ল্যাবে যাবেন মোদি। করোনা প্রতিরোধে জাইকোভ-ডি নামে ভ্যাকসিন তৈরি করছে এই সংস্থা। এরপর দুপুর ১টা নাগাদ প্রধানমন্ত্রী যাবেন পুণের সিরাম ইনস্টিটিউটে। সেখানে অক্সফোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে কোভো ভ্যাক্স। এরপর বিকেল ৪টে নাগাদ প্রধানমন্ত্রী যাবেন হায়দরাবাদে ভারত বায়োটেকের দফতরে। সেখানে তৈরি হচ্ছে কোভ্যাকসিন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ভারতে করোনা ভ্যাকসিন কীভাবে বানানো হচ্ছে, প্রয়োজনীয় নিয়মকানুন, সতর্কতা মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতেই আজ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
Continues below advertisement