নোট বাতিলের ৪ বছর পূর্তিতে মোদি লিখলেন, এই সিদ্ধান্তে কমেছে কালো টাকার পরিমাণ, বেড়েছে কর আদায়
Continues below advertisement
গতকাল ছিল ৮ নভেম্বর। নোট বাতিলের চার বছর। নোট বাতিলের ফলে কমেছে কালো টাকার পরিমাণ, বেড়েছে কর আদায়, দাবি প্রধানমন্ত্রীর। নোট বাতিলের মাধ্যমে পুঁজিপতিদের একাংশকে সাহায্য করেছেন, কটাক্ষ বিরোধীদের।
নোটবন্দির চতুর্থ বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট,
নোট বাতিলের ফলে কমেছে কালো টাকার পরিমাণ। বেড়েছে কর আদায়। স্বচ্ছতা বেড়েছে লেনদেনে। ত্বরান্বিত হয়েছে দেশের উন্নতি।
নোট বাতিলের সমর্থনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও লেখেন, দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি কর ব্যবস্থাকে সুসংহত করা এবং ডিজিটাল অর্থনীতির পথে এগিয়ে চলাই ছিল উদ্দেশ্য।
Continues below advertisement
Tags :
Demonetization In India ABP Ananda LIVE Demonetization Abp Ananda Narendra Modi TMC Congress BJP