‘আনন্দ ও দুঃখ, দুটোই সমানভাবে গ্রহণ করার জন্য ঈশ্বর আমাকে শক্তি দিন’, ট্যুইট প্রণব-কন্যার

Continues below advertisement

"গতবছর ৮ অগাস্ট ছিল আমার জীবনে অন্যতম খুশির দিন। কারণ আমার বাবা ভারতরত্ন সম্মান পান। ঠিক ১ বছর পর গত ১০ অগাস্ট তিনি গুরুতর অসুস্থ হন। ঈশ্বর আমাকে শক্তি দিন, যাতে আনন্দ ও দুঃখ, দুটোই সমানভাবে গ্রহণ করতে পারি," ট্যুইটে লিখলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram