প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, ফুসফুসে সংক্রমণের জেরে সেপটিক শকে প্রাক্তন রাষ্ট্রপতি
প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি। সেপটিক শকে রয়েছেন তিনি। ফুসফুস সংক্রমণের জেরে এই সেপ্টিক শক বলে জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল। এখনও তিনি গভীর কোমায় রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
Tags :
Pranab Mukherjee Health Condition ABP Ananda LIVE Pranab Mukherjee Abp Ananda Former President Pranab Mukherjee