PM Narendra Modi at Varanasi: কার্তিক পূর্ণিমায় দেব-দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা মোদির
Continues below advertisement
সোমবার রাজঘাটে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কার্তিক পূর্ণিমায় দেব-দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। তার আগে কাশী বিশ্বনাথ মন্দিরে গর্ভগৃহে আরতি-মন্ত্রোচ্চারণ করলেন Prime Minister। তাঁর সঙ্গে ছিলেন Uttar Pradesh-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্দির চত্বর ঘুরে দেখেন Narendra Modi। সন্ধ্যায় গঙ্গার ঘাটে দেব-দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বারাণসী থেকে অলোকনন্দা ক্রুজে চেপে ললিতা ঘাট পৌঁছন। এদিন তিনি পুজো সেরে অলোকনন্দা ক্রুজে চেপে রাজঘাটের উদ্দেশে যান তিনি। সেখানেই দেব-দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী। এই রাজঘাটে জ্বালানো হবে ১১ লক্ষ প্রদীপ।
Continues below advertisement