লোধি এস্টেটের বাংলো নিয়ে কংগ্রেস-বিজেপির ট্যুইট তরজা, '১ অগাস্টের মধ্যে বাংলো ছাড়ব', দাবি প্রিয়ঙ্কার
প্রিয়ঙ্কা গাঁধীর থাকার জন্য, লোধি এস্টেটের বাংলোটি কোনও কংগ্রেস সাংসদকে দেওয়া হোক। অনুরোধ কংগ্রেসের দাপুটে নেতার। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর এই ট্যুইটে তুঙ্গে শাসক-বিরোধী তরজা। ১ অগাস্টের মধ্যেই সরকারি বাংলো ছাড়ব। মন্ত্রীর দাবি উড়িয়ে জানালেন প্রিয়ঙ্কা।