দিল্লি-হিংসার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সম্পর্কে শিলচরের কলেজ শিক্ষকের পোস্ট! 'ফেসবুক লাইভে ক্ষমা চাইতে চাপ', পরে গ্রেফতার
Continues below advertisement
দিল্লি-হিংসার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুক পোস্ট। অসমের শিলচর থেকে গ্রেফতার কলেজ শিক্ষক। শিলচরে গুরুচরণ শীল কলেজের অতিথি অধ্যাপক সৌরদীপ সেনগুপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সহকারী সম্পাদক। সম্প্রতি দিল্লি-হিংসার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি একটি ফেসবুক পোস্ট করেন। অভিযোগ, এরপর কলেজে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ক্ষমাপ্রার্থনা করে ফেসবুকে ফের পোস্ট করেন ওই কলেজ শিক্ষক। অভিযোগ, এরপর বাড়িতে চড়াও হয়ে ফেসবুক লাইভে তাঁকে ক্ষমা চাওয়াতে পরিবারের সদস্যদের চাপ দেওয়া হয়। সেইসময় বাড়িতে ছিলেন না ওই কলেজ শিক্ষক। এরপর বাড়ি ফিরতেই তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ। ধৃত কলেজ শিক্ষকের বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Continues below advertisement
Tags :
Facebook Post On Narendra Modi Former Presidency Student Arrested Facebook Post On Narendra Modi Zafrabad Protest Delhi Anti Caa Protest Shaheen Bagh Anti-CAA Rally Abp Ananda Anti CAA Protest Delhi