কৃষি বিল নিয়ে বিক্ষোভে উত্তাল পঞ্জাব-হরিয়ানা, চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি নিয়ে আগামীকাল কংগ্রেসের বৈঠক
Continues below advertisement
কৃষি বিল পেশ নিয়ে ঘরে-বাইরে প্রবল বিরোধিতার মুখে মোদি সরকার। বিল পেশের বিরোধিতায় আরএসএসের কৃষক সংগঠন। বিলে খামতি রয়েছে বলে দাবি ভারতীয় কিষাণ সঙ্ঘের। বিলটি ফের সংসদীয় কমিটির কাছে পাঠানোর দাবি। কৃষি বিল নিয়ে বিক্ষোভে উত্তাল হরিয়ানা-পঞ্জাবও। দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা কংগ্রেসের। কর্মসূচি চূড়ান্ত করতে আগামীকাল কংগ্রেস নেতৃত্বের বৈঠক।
Continues below advertisement
Tags :
Protests In Haryana-Punjab Agriculture Bill 2020 ABP Ananda LIVE Rajya Sabha Abp Ananda Congress