চিনের আগ্রাসন নিয়ে ফের কেন্দ্রকে তোপ রাহুল গাঁধীর, পাল্টা উত্তর বিজেপিরও
ভারতীয় ভূখণ্ডে কী এখনও বসে রয়েছে চিনা সেনা? সম্প্রতি প্যাংগং লেকের কাছে ফিঙ্গার ফোর এরিয়ায় ১৪টি অত্যাধুনিক কামান বসিয়েছে চিন। তৈরি করা হয়েছে স্থায়ী নির্মাণও। এ নিয়ে ধোঁয়াশার মাঝেই এদিন ফের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন রাহুল গান্ধী। পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও।
Tags :
Panglong Lake ABP News Live Bengali Chinese Army Indo-China Conflict Chinese Aggression ABP Ananda LIVE Abp Ananda