এনসিবি দফতরে আসতে পারেন, কিন্তু দীপিকাকে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত থাকতে পারবেন না রণবীর: সূত্র
Continues below advertisement
ড্রাগ-তদন্তে আগামীকাল এনসিবি-র জিজ্ঞাসাবাদের সময় স্ত্রী দীপিকা পাড়ুকোনের পাশে থাকতে চেয়ে আবেদন রণবীর সিংয়ের। আবেদনে উল্লেখ, প্রায়শই উদ্বেগ-আতঙ্কে ভোগেন দীপিকা। তখন তাঁর প্যানিক অ্যাটাক হয়। সেই কারণেই জিজ্ঞাসাবাদের সময় স্ত্রীর পাশে থাকার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন রণবীর। সূত্রের খবর, তাঁকে এনসিবি অফিস পর্যন্ত আসতে দেওয়া হলেও, জিজ্ঞাসাবাদের সময় হাজির থাকতে দেওয়া হবে না। ড্রাগ-তদন্তে হাজিরা দিতে বাড়তি একদিন সময় চাওয়ায়, আজকের পরিবর্তে আগামীকাল দীপিকার হাজিরায় সম্মতি এনসিবি-র।
Continues below advertisement