স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা মেনেই পুরীতে রথযাত্রা! ভক্ত সমাগম ছাড়াই সেজে উঠেছে রথ-মন্দির
করোনা আবহে আজ রথযাত্রা। পুরীতে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই শুরু হয়েছে প্রস্তুতি। সাজানো হয়েছে রথ। সেজে উঠেছে মন্দির। তবে প্রতিবছরের মতো এবার সমুদ্র শহর পুরীতে দেখা যাবে না ভিড়ের পরিচিত ছবি।
সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্র, রাজ্য, মন্দির কমিটি সমন্বয় রেখে রথযাত্রা পরিচালনা করবে। মানতে হবে স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা।
পুরীর সমস্ত প্রবেশ পথ বন্ধ রাখতে হবে। কার্ফু চলাকালীন বাড়ি, হোটেল বা লজের বাইরে বেরোনো যাবে না। এক একটি রথের রশিতে ৫০০ জনের বেশি টান দিতে পারবেন না। দুটি রথের যাত্রার মধ্যে অন্তত ১ ঘণ্টা বিরতি দিতে হবে।
যাঁরা রথ টানবেন, তাঁদের প্রত্যেকের আগে করোনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ হলে, তবেই রথযাত্রায় অংশ নিতে পারবেন। কারা রথযাত্রায় অংশ নিচ্ছেন, তাঁদের কোভিড টেস্ট ও মেডিক্যাল রিপোর্ট-এর তথ্য রাখতে হবে সরকারকে।