করোনার জেরে জোর ধাক্কা খাবে অর্থনীতি, বৃদ্ধির হার নামতে পারে ২ থেকে দেড় শতাংশে, আশঙ্কা আরবিআইয়ের
Continues below advertisement
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের ফলে নজিরবিহীন সঙ্কটে পড়েছে ভারতীয় অর্থনীতি। আরবিআই -এর আশঙ্কা, যার জেরে বৃদ্ধির হার নামতে পারে ১.৫ থেকে ২ শতাংশ । এক রিপোর্টে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে ,কোরোনাভাইরসের প্রভাবে বিশ্বজুড়ে ব্যাপকভাবে মার খাচ্ছে উৎপাদন, মুখ থুবড়ে পড়েছে বাণিজ্য থেকে পর্যটন শিল্প। যার প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে। এর আগে আইএমএফ উদ্বেগ প্রকাশ করে জানায়, তাদের ইতিহাসে এমন অর্থনৈতিক সঙ্কট আগে কখনো দেখা দেয়নি। ১৯৩০-এর মারাত্মক মন্দার পরিস্থিতি ফিরতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা। আন্তর্জাতিক অর্থভান্ডারের প্রধান ক্রিস্টালিনা জর্জিভার কথায়, করোনা আবহে বিশ্ব এখন মারাত্মক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।
Continues below advertisement
Tags :
Kristalina Georgieva Coronavirus Latest News International Monetary Fund IMF Indian Economy Reserve Bank Of India Abp Ananda Coronavirus Covid-19